ঢাকা | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫,১ অগ্রহায়ণ ১৪৩২

ফিলিস্তিনপন্থী ৮০ শিক্ষার্থীকে শাস্তি দিলো কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় কমপক্ষে ৮০ জন শিক্ষার্থীকে বহিষ্কার, কোর্স থেকে স্থগিতাদেশ এবং একাডেমিক ডিগ্রি বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে একথা জানায়।

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের সংগঠন কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্টেইড ডাইভেস্ট এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত ৮০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে অথবা তিন বছরের জন্য স্থগিত করা হয়েছে। সংগঠনটি ইসরাইলের সঙ্গে সব আর্থিক সম্পর্ক ছিন্ন করতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে বলেছে, গত মে মাসে বাটলার লাইব্রেরির কার্যক্রমে বিঘ্ন ঘটানো এবং ২০২৪ সালে ক্যাম্পাসে তাঁবু ফেলে ইসরাইল বিরোধী বিক্ষোভ করায় শিক্ষার্থীদের এ শাস্তি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটানো বিশ্ববিদ্যালয়ের নীতি ও নিয়মের পরিপন্থী। নিয়ম লঙ্ঘনের জন্য অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।’

ফিলিস্তিনপন্থী শিক্ষা্র্থীরা বলছেন, এ শাস্তি দিয়ে তাদেরকে থামানো যাবে না। ফিলিস্তিনি মুক্তির সংগ্রামের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানায় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের সংগঠনটি।

২০২৪ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিবির স্থাপন করে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীরা। তাদের এ প্রতিবাদ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অব্যাহত বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলনকে উসকে দিতে সাহায্য করেছিল।

বিক্ষোভ দমনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ডেকে তাঁবুগুলো ভেঙ্গে ফেলে এবং অনেক শিক্ষার্থী গ্রেপ্তার হয়।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জুডিশিয়াল বোর্ড নিশ্চিত করেছে যে তারা পড়াশোনায় ব্যাঘাত ঘটানোর অভিযোগে বহিষ্কার, স্থগিতাদেশ এবং ডিগ্রি বাতিলের আদেশ জারি করেছে। কতজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তা বলা হয়নি।