যশোর জামিয়া ইসলামীয়া নামের একটি ব্যানারে একটি জিহাদী ভিডিও নিয়ে ফেসবুকে তোলপাড় চলছে। ভিডিওতে এক মুখোশধারী ব্যক্তি আরবি ভাষায় জিহাদ সম্পর্কিত আলোচনা করছেন। তার পাশে কালো মুখোশ পরিহিত দুই ব্যক্তি অস্ত্রসহ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভিডিওতে যশোরের সদর থানার রামনগর ইউনিয়নের রাজার হাট জামিয়া ইসলামীয়া নামের একটি ঠিকানা দেখা যায়।
বুধবার (১৮ ডিসেম্বর) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এটি দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও আলোচনা করছেন।
এই বিষয়ে যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ফেসবুকে ছড়িয়ে পরা ভিডিওটি আমাদের নজরে আসছে। আমরা যাচাই-বাচাই করেছি। এটি একটি ভুয়া ভিডিও। এখানে জামিয়া ইসলামীয়া নামের কোন মাদ্রাসাও নেই। জনসাধারণকে বিভ্রান্তিকর বা উত্তেজক মন্তব্য এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এর পেছনে কারা জড়িত তা উদঘাটনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।