আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ও তার ১২ সহকর্মীকে ১০০ বছরের জন্য ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। গাজায় সহায়তা উপকরণ পৌঁছানোর উদ্দেশে ম্যাডলিন জাহাজে পাড়ি জমান গ্রেটা থুনবার্গ ও তার ১২ সহকর্মী। পরে জাহাজটি আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরাইলি বাহিনী। এরপর মঙ্গলবার ফ্রান্সগামী একটি বিমানে করে সুইডেনের উদ্দেশে গ্রেটাকে ফেরত পাঠায় ইসরাইল। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
প্যারিসের রয়সি-চার্লস ডি গল বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের কাছে গ্রেটা অভিযোগ করেছেন, তিনি ও তার সহকর্মীদেরকে আন্তর্জাতিক জলসীমা থেকে অপহরণ করা হয়েছে। আল জাজিরার সাংবাদিক নাথালি বাটলার বলেছেন, তাকে দেখে মনে হচ্ছিলো, তিনি খুব ক্লান্ত। ইসরাইলির বাহিনীর হাতে আটক হওয়ার সময় তিনি যে পোশাক পরে ছিলেন বিমানবন্দরেও তাকে একই পোশাকে দেখা যায়। গত কয়েক ঘণ্টায় তাকে বেশ ধকল পোহাতে হয়েছে বলেন মন্তব্য করেন নাথালি।
এদিকে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ এনেছেন গ্রেটা। তবে ফিলিস্তিনিরা প্রতিদিন যে পরিমাণ নির্যাতন সহ্য করেন এর সঙ্গে তুলনা করলে নিজের বন্দির বিষয়টি তেমন কিছুই না বলে মন্তব্য করেছেন তিনি। ইসরাইলের হাতে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হলেন আল জাজিরার সাংবাদিক ওমর ফাইয়াদ।
প্যারিসে পৌঁছানোর পর তিনি বলেছেন, আমাদেরকে টানা তিনদিন কারারুদ্ধ রাখা হয়েছিলো। কারোর সঙ্গে যোগাযোগের অনুমতি দেয়া হয়নি। এমনকি আইনজীবীদের সঙ্গেও না। আমাদেরকে জোর করে একগুচ্ছ নথিতে স্বাক্ষর করানো হয়। আমরা জানিও না ওই নথিগুলোর বিষয়বস্তু কী? ফরাসি কনসালের তরফে আমাকে ওই নথিতে স্বাক্ষর করতে বলা হয় এবং আমি স্বাক্ষর করি বলে জানিয়েছেন ওমর।
এদিকে গ্রেটা ও তার সহকর্মীদের হয়ে আইনি লড়াই করা অধিকার সংস্থা ‘আদালাহ’ জানিয়েছে, ইসরাইল গ্রেটা ও তার সহকর্মীদের সঙ্গে এমন আচরণ করছে যেন তারা অবৈধভাবে সেখানে প্রবেশ করেছে। আদালাহ’র তরফে আরও বলা হয়েছে, ম্যাডলিন আক্রমণ ও নিরস্ত্র সেচ্ছাসেবীদের গ্রেপ্তার করে ইসরাইল আন্তার্জাতিক আইন লঙ্ঘন করেছে।