ঢাকা | শুক্রবার, ২০ জুন ২০২৫,৬ আষাঢ় ১৪৩২

কোরবানি দেয়ার সময় আহত হয়ে দুই শতাধিক ‘পঙ্গু’ হাসপাতালে

কোরবানি দেবার সময় আঘাত, মাংস কাটতে গিয়ে দুর্ঘটনা নিয়ে একের পর এক রোগী আসছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)।

শনিবার দিনজুড়ে এমন দৃশ্য ছিল পঙ্গু হাসপাতালে। বিকাল ৫ টা পর্যন্ত ২০১ জন দুর্ঘটনায় আহত রোগী এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগীদের মধ্যে হাত ও আঙুল কেটে যাওয়া রোগীই বেশি। এছাড়াও আধিক্য রয়েছে গরুর লাথিতে পায়ে আঘাত পাওয়া রোগীর। আহতদের অধিকাংশই মৌসুমি কসাই। আবার নিজেদের গরু কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন অনেকে।

ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. অভিজিৎ চৌধুরী জানান, বেশিরভাগ রোগীরই হাত-পায়ে আঘাত নিয়ে আসছেন। তিনি বলেন, জরুরি বিভাগে আমরা সাধ্যমতো সেবা দেবার চেষ্টা করছি।