ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামীকাল। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বড় জমায়েতের মাধ্যমে নতুন এ রাজনৈতিক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনের আগে শেষ নতুন দলের কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে।
আজ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের যৌথ বৈঠকে দলের নাম ও কমিটি চূড়ান্ত করা হয়। নতুন দলের আহ্বায়ক হিসেবে থাকছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন।
এছাড়া মূখ্য সংগঠক পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মুখ্য সংগঠক উত্তারাঞ্চলের দায়িত্বে জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। উভয়ে ৩২টি করে জেলার দায়িত্বে থাকবেন। কমিটিতে মূখ্য সমন্বয়কের দায়িত্ব দেয়া হচ্ছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে।