ঢাকা | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫,৩১ আষাঢ় ১৪৩২

দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভোরে জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি “কার্যকর হয়েছে”। এর আগে ইরান ও ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছিল, যুদ্ধবিরতি শুরু হয়েছে, তবে ঠিক কী শর্তে এবং কখন থেকে তা কার্যকর হয়েছে, তা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে।

মঙ্গলবার ভোরে ইরানের দিক থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার তথ্য জানিয়েছে ইসরায়েল। একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলে একটি আবাসিক ভবনে আঘাত করে, এতে পাঁচজন নিহত হয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

অন্যদিকে, ইরান দাবি করেছে যে ইসরায়েল আবারও রাজধানী তেহরানে রাতভর হামলা চালিয়েছে। একইসঙ্গে দেশটির উত্তরের একটি শহরে ইসরায়েলের হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

এই যুদ্ধবিরতির পেছনে কাতারের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। সূত্র জানায়, কাতার ইরানের সঙ্গে মধ্যস্থতা করে সমঝোতায় পৌঁছাতে সহায়তা করে। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ইসরায়েল শর্ত দেয় যে, ইরানকে তাদের দেশে হামলা বন্ধ করতে হবে। ইরান এই শর্ত মেনে নিয়েছে বলেও জানান তিনি।