ঢাকা | শুক্রবার, ২০ জুন ২০২৫,৬ আষাঢ় ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংর্ঘষে আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় ৪ ঘন্টাব‍্যাপী সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ৪৩ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত সাতজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন- জালাল মিয়া (৪৫), দুলাল মিয়া(৩২), শাহ আলম(৩৫), রাব্বি মিয়া(১১),আমীর আলী(৩৫), মাসুক মিয়া(৪৫) ও সাহার আলী(১৮)।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, শসা খাওয়ার ঘটনার জেরে দেশীয় অস্ত্র নিয়ে সরকার বাড়ি ও বড় বাড়ি গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। বতর্মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেষ খবর পাওয়া পযর্ন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি।