আগামী জুলাই মাস থেকে কলেজ শিক্ষকদের বদলি সম্পূর্ণ অনলাইনে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে শিক্ষা উপদেষ্টা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বদলি, পদোন্নতি এবং প্রশাসনিক অনুমোদনের মতো কাজে যেন শিক্ষকরা হয়রানির শিকার না হন, এই প্রক্রিয়াগুলো আরও সহজ ও স্বচ্ছ করা হচ্ছে। আগামী জুলাই থেকে কলেজে অনলাইন বদলি ব্যবস্থা চালু হচ্ছে। এরই মধ্যে যার ডামি প্রেজেন্টেশন এখানে হয়েছে। বিশেষজ্ঞদের সেখানে রাখা হয়েছিল।’
উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি এতে শিক্ষকদের বদলির অনেক সমস্যা দূর করা যাবে। এখানে সাবজেক্টিভ এলিমেন্ট প্রশাসকরা যাতে তাদের ইচ্ছামত না করে নিয়ম-নীতির মধ্যে… একেবারেই শক্ত একটা ব্যবস্থা আমরা চালু করতে পারব ১ জুলাই থেকে। একইভাবে আমরা স্কুল পর্যায়ে শিক্ষকদের বদলির সেই ব্যবস্থা আমরা কয়েক মাসের মধ্যে চালু করব।’
‘শিক্ষকদের বদলি ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল করা যথেষ্ট সম্ভব। সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে।’