ঢাকা | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫,২ মাঘ ১৪৩১

ভারতে মসজিদ ভেঙে ফেলার এই ভিডিওটি ২০২৩ সালের

বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলার একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতে মসজিদ ভেঙে ফেলার এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালে প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ভারতের আসামে আংটিহারা জামে মসজিদ ভেঙে ফেলার ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের আসাম রাজ্যের স্থানীয় গণমাধ্যম Times of Lakhipur এর ফেসবুক পেজে ২০২৩ সালের ১২ ডিসেম্বর ‘আংটিহাৰা মছজিদ ভাঙি দিয়া মূহুৰ্তৰ দৃশ্য। কান্দনৰ ৰোল গাওবাসী মাজত’ শীর্ষক অসমীয়া ভাষার ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।


পোস্টে অসমীয়া ভাষায় উল্লেখিত ক্যাপশন অনুবাদ করে জানা যায়, এটি সে বছর আন্টিহারা মসজিদ ভাঙার দৃশ্য। সেসময় গ্রামবাসীদের মধ্যে কান্নার রোল পড়ে।

পরবর্তী অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ETV Bharat এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১১ ডিসেম্বর অসমীয়া ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সে বছর ভারতের আসাম রাজ্যের গোরালপাড়া জেলার লক্ষীপুরের আংটিহারা জামে মসজিদ প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ভেঙে ফেলা হয়। সে সময় স্থানীয় মুসলিম ধর্মাবলম্বীরা কান্নায় ভেঙে পড়েন।

অর্থাৎ, ভারতে মসজিদ ভেঙে ফেলার এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালের।

সুতরাং, ২০২৩ সালে ভারতে মসজিদ ভেঙে ফেলার একটি ভিডিওকে সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।