দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে ইউজিসির অডিটরিয়ামে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির ৩২তম সভায় এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।
তিনি বলেন, আগামী ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তী সময়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনীহা দেখা দেয়। এতে গুচ্ছ পদ্ধতি বহাল দাবিতে আন্দোলনে নামেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। একপর্যায়ে গুচ্ছে থাকতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে ভিসিদের নির্দেশনা দেওয়া হয়। তারপরও গুচ্ছ থেকে একের পর বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার ঘোষণায় অনিশ্চয়তায় পড়েন শিক্ষার্থীরা। উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার ফের ইউজিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
এ বিষয়ে ভিসিদের সভা শেষে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান, গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজিমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা আন্দোলনস্থলে এসে ২০ বিশ্ববিদ্যালয় অংশ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি তুলে নেন।
আন্দোলনরত শিক্ষার্থী আবদুল মালেক সিয়াম বলেন, আমাদের দাবি ছিল ২৪ বিশ্ববিদ্যালয় যেন গুচ্ছে অংশ নেয়। কিন্তু ভিসিদের মিটিংয়ে তারা বিষয়টি নিয়ে আলোচনা করার পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এরইমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করে দেওয়ায় তারা থাকতে পারছে না। কিন্তু ইউজিসি আমাদের আশ্বস্ত করেছে, যে কোনো মূল্যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি অনুষ্ঠিত হবে। ইউজিসির আশ্বাসে আজকের মতো অবর তুলে নিচ্ছি।
এ সময় গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। সে লক্ষ্যে কাজ করছি। কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলেও অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবে। আজকের সভায় এটি সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগির আরেকটি সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিজ্ঞাপ্তি প্রকাশ নিয়ে সিদ্ধান্ত হবে। আশা করছি, পরবর্তী গুচ্ছ অত্যন্ত সফলতার সঙ্গে আমরা আয়োজন করতে পারব।