ঢাকা | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫,১ অগ্রহায়ণ ১৪৩২

৭ দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে রিমান্ডে নেয়ার এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মো.খালেক মিয়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আনেদন করেন। শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন বিচারক।

এর আগে ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে এবিএম খায়রুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ।