ঢাকা | শুক্রবার, ২০ জুন ২০২৫,৬ আষাঢ় ১৪৩২

মধ্যরাতে দেশে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ

থাইল্যান্ডে চিকিৎসা শেষে মধ্যরাতে দেশে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে হুইলচেয়ারে করে তাকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। তার মুখে মাস্ক, পরনে ছিল শার্ট ও লুঙ্গি। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।

উল্লেখ্য, গত ৭ মে দিবাগত মধ্যরাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।