ঢাকা | শুক্রবার, ২০ জুন ২০২৫,৬ আষাঢ় ১৪৩২

উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি ইশরাক সমর্থকদের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার নগরভবনে একত্রিত হয়েছেন তারা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন সমর্থকরা।

‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই,’ ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

এছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে ‘এক দফা এক দাবি, আসিফের পদত্যাগ’ স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।

এর আগে ‘ঢাকাবাসী’ ব্যানারে বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি করপোরেশনের কর্মচারীদের বড় একটি অংশ উপস্থিত রয়েছেন।

গত ১৪ মে নগর ভবনে বিক্ষোভ শুরু হয়। ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনে নামেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ও ইশরাকের সমর্থকরা।