ঢাকা | শুক্রবার, ২০ জুন ২০২৫,৬ আষাঢ় ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও ৭ জনকে পাঠানো হলো থাইল্যান্ডে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত আরও ৭ জন‌কে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ বিমানের (বিজি-৩৮৮) ফ্লাইটে তাদেরকে থাইল্যান্ডে পাঠানো হয়। তারা থাইল্যান্ডের স্থানীয় একটি হাসপাতালে পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন।

আহত সাতজনের মধ্যে ঢাকা মেডিকেলের ১ জন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ১ জন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স (এনআইএনএস) হাসপাতাল থেকে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ২ জন। এ নিয়ে মোট ৪৭ জন আহত যোদ্ধাকে বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে অনেকেই উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান জানান, সামনে আরও ২০ জনের অধিক আহত যোদ্ধাকে পাঠানোর সম্ভাবনা রয়েছে।

আহত যোদ্ধারা তাদের উন্নত চিকিৎসার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিন সকালে তাদেরকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব ডা. মো. জহিরুল ইসলাম, বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন- ছাত্র প্রতিনিধি নাদিয়া, নুসরাত এবং ইমরান।