নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, আমাদের দেশের শিক্ষার্থীরা যাতে দেশেই তাদের ভবিষ্যৎ নির্মাণের সুযোগ ও পরিবেশ পায় সে বিষয়টি অগ্রাধিকার দিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। মেধাবী শিক্ষার্থীরা দেশের সম্পদ, তাদেরকে দেশের কাজেই লাগাতে হবে।
বুধবার নিজ দপ্তরে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নতুন শিক্ষা উপদেষ্টা। এ সময় বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওাহিদউদ্দিন মাহমুদও উপস্থিতি ছিলেন।
নতুন উপদেষ্টা বলেন , শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কয়েকদিনের মধ্যে বাকি পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার বিষয়টি এখনকার গুরুত্বপূর্ণ কাজ বলেও মনে করেন তিনি।
সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা আবরার আরও বলেন, আমি চাই- আমাদের ছাত্র-ছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পারে।
দেশে বড় রকমের একটা পরিবর্তন হয়েছে। আমরা ভাবিনি আমাদের জীবদ্দশায় এভাবে মুক্তভাবে কথা বলতে পারব। মাননীয় প্রধান উপদেষ্টা যে আমাকে দায়িত্বটা দিয়েছেন সেটা একটা বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টাও বলেছেন- ‘সামনে যে জার্নিটা ইজি হবে তা নয়’।