ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব – কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালে ১৮ টি দেশের বিভিন্ন বিভাগের ১৫৩ টি উন্মুক্ত ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাঝে সেরার সেরা নির্বাচিত হয়েছে তোফায়েল আহমেদ ও হাসিব হাসনাইন নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “এহন কী উপায়?”
গত ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই উৎসবের মূল প্রতিপাদ্য ছিল উপকূলীয় মানুষের জীবন যাত্রা। “এহন কী উপায়?” চলচ্চিত্রটি একটি মাঝির জীবনের গল্প, তাঁর প্রেম, হতাশা ও সংগ্রামের চিত্র তুলে ধরেছে। কাহিনির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন একজন মাঝি, যে প্রতিনিয়ত জীবনের টানাপোড়েনের সঙ্গে লড়াই করে চলে। প্রেমিকার প্রতি ভালোবাসা, জীবিকার সংগ্রাম এবং ভবিষ্যতের অনিশ্চয়তা মিলিয়ে তার জীবন হয়ে ওঠে এক দুঃখগাথা।
নির্মাতা হাসিব হাসনাইন এবং তোফায়েল আহমেদ জানান, তাঁরা তাঁদের নির্মিত চলচ্চিত্রে কোনো কৃত্রিম উপকরণ ব্যবহার করেননি। চলচ্চিত্রের প্রতিটি চরিত্র ছিল বাস্তব এবং প্রতিটি শব্দ ও সুর তাঁদের নিজেদের ধারণকৃত। প্রতিটি চিত্র ধারণে তাঁরা ব্যবহার করেছেন প্রাকৃতিক আলো, গেয়েছেন নিজেদের লেখা মৌলিক গান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপকূলীয় জীবনযাত্রাকে উপস্থাপন করতে যা অনন্য ভূমিকা রেখেছে এবং পদক প্রাপ্ত হয়েছে।