ঢাকা | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,১৪ বৈশাখ ১৪৩২

সরকারের বিরুদ্ধে অপপ্রচারে জড়ালে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও গুজবের সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ২ জানুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে দেওয়া এক নির্দেশনাপত্রে এই সতর্কবার্তা দিয়েছে মাউশি। তবে সম্প্রতি বিষয়টি জানাজানি হয়েছে।

মাউশির ওই নির্দেশনাপত্রে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর–সংস্থার মাসিক সমন্বয় সভায় বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হন, সে বিষয়ে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয়।

নির্দেশনাপত্রে আরও বলা হয়, এ অবস্থায় জেলা শিক্ষা কর্মকর্তার আওতাধীন জেলা-উপজেলার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচর, প্রোপাগান্ডা ও গুজব ইত্যাদি বিষয়ের সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।