বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রতিবছরই বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে ইউরোপ-আমেরিকার দেশগুলো। এর মধ্যে অন্যতম নেদারল্যান্ডস। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য দেশটি খুবই পছন্দের। সম্পূর্ণ টিউশন ফি প্রদানের মাধ্যমে বিভিন্ন ধরনের বৃত্তির সুবিধা প্রদান করে থাকে দেশটি।
বৃত্তির মাধ্যমে পড়ালেখার সুযোগ করে দেয়ার মধ্যে একটি নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ১৩টি ডাচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রতিষ্ঠান এটি। ২০২৩ সালে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল ২২ হাজার ৯৭৬। এর মধ্যে ৫৬ শতাংশই ছিলেন নেদারল্যান্ডসের বাইরের।
প্রতিষ্ঠানটি প্রতিবছরই টিউশন ফি ছাড়াই পড়ালেখার সুযোগ দিয়ে থাকে। আবাসন ভাতা, উপবৃত্তি, ভিসার খরচ-সহ নানা ধরনের সুযোগ-সুবিধাও দিয়ে থাকে ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির বৃত্তি।
বৃত্তির সুযোগ-সুবিধা: নির্বাচিত শিক্ষার্থী ২৫ মাসের প্রোগ্রামে লাইফস্টাইলের জন্য ৩০ হাজার ৬২৫ ইউরো পাবেন। ১৩ মাসের প্রোগ্রামে ১৫ হাজার ৯২৫ ইউরো প্রদান করা হবে। এছাড়া ভিসা ফি, টিউশন ফি ও স্বাস্থ্যবিমা-সহ যাবতীয় সব সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা: শিক্ষার্থীকে অবশ্যই ২০২৫-২৬ সেশনে ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর। স্নাতকে ভালো ফলধারী হতে হবে এবং প্রার্থীকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিক হওয়া যাবে না।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই https://www.maastrichtuniversity.nl/ ওয়েবসাইটে গিয়ে বৃত্তি সম্পর্কে জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।