গাজীপুরের কাপাসিয়ার ‘সরকারি শহীদ তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজ’ এর নাম পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যেই পরিষ্কার হলো—এই কলেজের নাম পরিবর্তন হচ্ছে না। শিক্ষা উপদেষ্টা আবরার হোসেনের সঙ্গে আলোচনা শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, কলেজটির নাম অপরিবর্তিত রাখার জন্য ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার (২ জুন) ফেসবুকে নিজের প্রতিক্রিয়ায় মোস্তফা সরয়ার ফারুকী বলেন, গত কয়দিন তাজউদ্দিন আহমদ কলেজের নাম পরিবর্তন নিয়ে অনেকেই আমাকে ট্যাগ করে পোস্ট দিয়েছেন। যদিও এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না, তবু আমি আজ শিক্ষা উপদেষ্টা আবরার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন, নাম পরিবর্তন না করার নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে।
তিনি আরও লেখেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। মুক্তিযুদ্ধের নায়কদের সম্মান ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। কেউ যদি মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে ইতিহাসের অংশবিশেষ মুছে ফেলতে চায়, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি, ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ তালিকায় গাজীপুরের কাপাসিয়ার কলেজটির নাম ‘সরকারি শহীদ তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজ’ থেকে পরিবর্তন করে ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’ রাখা হয়। বিষয়টি সামনে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ, স্থানীয়রা ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন।
এ প্রসঙ্গে তাজউদ্দিন আহমদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়ায় লেখেন, ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই। কারণ, আমার বাবা এবং মা এই দেশ ও দেশের মানুষকে ভালোবেসেছিলেন এবং এজন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিছু পাওয়ার জন্য না। তাই ওনাদের কর্মের স্বীকৃতি যদি এই দেশ কোনোদিন না-ও দেয়, তবুও সমস্যা নেই। বাংলাদেশ ভালো থাকলেই আমরা খুশি।