ঢাকা | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫,১৫ বৈশাখ ১৪৩২

কুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদেরকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অ্যাকাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুয়েটের সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। সভায় উপ-উপাচার্যসহ সিন্ডিকেটের ১৪ জন সদস্য অংশ নেন।

এদিন সভায় কুয়েটের সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ৭ কার্যদিবস বৃদ্ধি করার অনুমোদন দেয়া হয়।