স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ে সহিংসতার ঘটনা তদন্তে উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত টিম গঠন করা হবে। কোনো অবস্থায় আইনশৃখলার অবনতি হতে দেওয়া যাবে না। যারা আইনশৃখলা অবনতি ঘটাবে কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না, হাত ভেঙে দেওয়া হবে।
আজ শনিবার দুপুরে রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে হেলিকপ্টারে করে রাঙামাটি আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফসহ তিন উপদেষ্টা।
স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, আমরা সবাই সম্প্রীতি চাই। বাইরে একটি অংশ আমাদের সম্প্রীতিকে নষ্ট করতে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। রাঙামাটি ও খাগড়াছড়ির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই সম্প্রীতি চায়। আশা করি, দেশে ও বিদেশে রাঙামাটি একটি সম্প্রীতির শহরে পরিচিতি পাবে। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।