চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেল ‘দ্রোহ পর্ষদ’। কারচুপি হওয়া কেন্দ্রগুলোর ফলাফল স্থগিত না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ‘দেখে নেয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন প্যানেলটির প্রার্থীরা।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন পর্ষদের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ।
ঋজু লক্ষ্মী অবরোধ বলেন, ‘আমরা খুব উদ্বেগের সঙ্গে সকাল থেকে বিভিন্ন ধরনের অনিয়ম দেখেছি। নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছিলাম, অমোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে কি না, তারা বলেছেন, হচ্ছে। কিন্তু দেখা গেছে, কালি অমোচনীয় ছিল না। আইটি ফ্যাকাল্টিতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণ হয়েছে। বিবিএ ফ্যাকাল্টিতেও একই ঘটনা ঘটেছে। এমনকি বিবিএ ফ্যাকাল্টিতে ছাত্রী সংস্থার একজন কর্মী ভোটকেন্দ্রে ঢুকে ভোটারদের স্লিপ দিয়েছেন।’
তিনি অভিযোগ করেন, ‘শিবির সমর্থিত প্যানেল আচরণবিধি ভঙ্গ করলেও কোনও ব্যবস্থা নেয়া হয়নি। কিন্তু আমাদের ওপর সব সময় বাধা দেয়া হচ্ছে। তাহলে আগে থেকেই বলে দিতেন, এই নির্বাচন একপাক্ষিক করবেন, অন্য প্যানেলের প্রয়োজন নেই।’
সংবাদ সম্মেলনে ঋজু লক্ষ্মী অবরোধ আরও বলেন, ‘আমরা যখন অভিযোগ জানাতে গেছি, তখন নির্বাচন কমিশন বলেছে, আপনাদের অভিযোগ অলীক কল্পনা। এটা প্রমাণ করে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। আমরা দাবি জানাচ্ছি, কারচুপির অভিযোগ ওঠা কেন্দ্রগুলোর ফলাফল স্থগিত করতে হবে। তা না হলে সাধারণ শিক্ষার্থীরা দেখে নেবে, কীভাবে অধিকার আদায় করতে হয়।’