চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়ে চলছে গণনা। বুধবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে এ গণনা শুরু হয়। পোলিং এজেন্টদের উপস্থিততে গণনা চলছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আনোয়ার হোসেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোট গণনা চলছে পাঁচটি ডিন কার্যালয়ে। পরে এই পাঁচটি ডিন কার্যালয়েই আলাদাভাবে হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা হবে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে।
নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ভোটগণনার পুরো বিষয়টি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে।