ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদর দপ্তর নগর ভবনে সভা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এ মতবিনিময় সভার ব্যানারে তার নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা হয়েছে।
আজ সোমবার দুপুরে নগর ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল ২০২০ সালের সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে।
কিন্তু, স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ গ্রহণের ব্যবস্থা না করায় ইশরাক ঘোষণা দেন যে, সরকার শপথ করাতে ব্যর্থ হলে তিনি নিজেই ঢাকাবাসীর সমর্থন নিয়ে মেয়র হিসেবে শপথ নেবেন।
পরে, আজ সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে একটি সভা আয়োজন করা হয় এবং ইশরাককে এতে আমন্ত্রণ জানানো হয়।
ব্যানারে ‘মেয়র’ উল্লেখ করা নিয়ে জানতে চাইলে ইশরাক বলেন, ‘আজ আমরা ডিএসসিসির কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছি। আমি এই অনুষ্ঠানের আয়োজন করিনি। যদি কেউ আমাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় এবং তারা আমাকে “মেয়র” হিসেবে সম্বোধন করে, এটি তাদের পছন্দ, আমি নিজে কিছু বলছি না।’