দিন দুয়েক আগে দক্ষিণ কোরিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজিল। সেই আত্মবিশ্বাস নিয়ে জাপানের বিপক্ষেও শুরুটা দারুণ করেছিল সেলেসাওরা। টোকিওতে প্রীতি ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। তবে বিরতির পর আর সেই ছন্দ ধরে রাখতে পারল না ব্রাজিল। ঘরের মাঠে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে স্মরণীয় জয় পেল জাপান।
রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে প্রীতি ম্যাচটি ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা। ব্রাজিলকে হারানোর মধ্য দিয়ে এশিয়ার এই দেশটি নিজেদের ইতিহাসে সেলেসাওদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল।
ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেতে ৩৬ বছর অপেক্ষা করতে হয়েছে জাপানকে। ১৯৮৯ সালে প্রথম দেখায় ১-০ গোলে হেরেছিল তারা। ম্যাচের হিসেবে ১৪তম বারে এসে এই ঐতিহাসিক জয় পেল মিনামিনো-কুবোরা। এর আগে ব্রাজিলের বিপক্ষে তাদের সর্বোচ্চ সাফল্য ছিল দুটি ড্র।