ঢাকা | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫,৩১ আশ্বিন ১৪৩২

এবার একদফা দাবিতে শিক্ষকরা, দাবি না মানলে লং মার্চ টু যমুনা

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ এবার জাতীয়করণের এক দফা দাবি যুক্ত করে কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষরা। আজ রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল বেলা ১২টায় লং মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করবেন তারা।

বুধবার শাহবাগ ব্লকেড শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি।

তিনি বলেন, আগামীকাল সকাল ১২টার মধ্যে প্রজ্ঞাপন না হলে লং মার্চ টু যমুনা পালন করা হবে। আগামীকাল একদফা জাতীয়করণের দাবিতে এ আন্দোলন। তিনি আরো বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগ ছেড়ে এসেছি। আগামীকাল ১ দফা দাবি আদায়ে আন্দোলন হবে।

এর আগে দুপরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে ব্লকেড করার জন্য যাত্রা শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশি বাধা উপেক্ষ করে শাহবাগ মোড়ে এসে ব্লকেড করেন তারা।

গতকাল মঙ্গলবার রাতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। আন্দোলনকারী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। সরকার তাদের দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

তারা বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি। এই সহযোগিতাকে যদি তারা দুর্বলতা ভাবেন তাহলে আমরাও দাবি আদায় ছাড়া সড়ক ছাড়ব না। দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

শিক্ষকদের তিন দফা দাবিগেুলো হলো- মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা।

অপরদিকে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। তারা প্রতিদিন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। বিদ্যালয়ের আঙিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিসকক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।