আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ৩৯ বছর বয়সী জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডেনের সংবাদমাধ্যম শনিবার এমন খবর দিয়েছে।
জ্যান অ্যান্ডারসনের অধীনে সুইডেন ইউরো কাপে কোয়ালিফাই করেছে। বিলবাওয়ে ১৪ জুন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দলটির মিশন।
স্পেন ছাড়াও গ্রুপে সুইডেনের প্রতিপক্ষ পোল্যান্ড ও স্লোভোকিয়া।
জাতীয় দলে ফেরার বিষয়ে এসি মিলান ফরোয়ার্ড ইব্রাহিমোভিচের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই আলোচনা চলছিল বলে সংবাদমাধ্যমে খবর। তবে সুইডিশ ফুটবল ফেডারেশন থেকে কিছু নিশ্চিত করা হয়নি এখনো।
সুইডিশ ন্যাশনাল প্রেসের বরাত দিয়ে ‘ফুটবলডিরেক্ট’ তাদের প্রতিবেদনে বলেছে, বিশ্বকাপ বাছাই ম্যাচেই সুইডেন জাতীয় দলের হয়ে ফিরতে পানে ইব্রাহিমোভিচ।
এসি মিলান স্ট্রাইকার ইব্রা সুইডেনের হয়ে ১১৬ ম্যাচ খেলে গোল করেছেন ৬২টি। ২০১৬ ইউরোর পর আর জাতীয় দলের জার্সি গায়ে জড়াননি।
সেবারের ইউরোতে দলকে নেতৃত্ব দেন ইব্রাহিমোভিচ। তবে পারেননি ভক্তদের প্রত্যাশা মেটাতে। গ্রুপে সবার তলানিতে থেকে আসর শেষ করে সুইডেন।
অবশ্য ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফিরতে চেয়েছিলেন ইব্রাহিমোভিচ। কিন্তু কোচ রাজি হননি।
ইব্রাহিমোভিচ এর আগে বলেছিলেন, তিনি জাতীয় দলের জার্সি মিস করছেন। সুইডিশ ফেডারেশন জানিয়েছিল, কোচের সঙ্গ ফলপ্রসূ আলোচনা হয়েছে ইব্রার।
জর্জিয়া ও কসোভোর বিপক্ষে সামনে প্রীতি ম্যাচ হতে পারে সুইডেনের। যার সূচি ঘোষণা হতে পারে ১৬ মার্চ।
এ মৌসুমে ইব্রাহিমোভিচ এসি মিলানের হয়ে ১৪ সিরি আ ম্যাচে গোল করেছেন ১৪টি।