ঢাকা | সোমবার, ১০ নভেম্বর ২০২৫,২৫ কার্তিক ১৪৩২

১০ টাকায় ইলিশ দিতে না পারায় বিক্ষোভ, ‘মাফ চেয়ে’ পালালেন এমপি প্রার্থী

মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী রায়হান জামিল। তিনি ১৭ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টার দিকে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ৬০০টি ইলিশ মাছ ১০ টাকায় বিতরণের উদ্যোগ নেন। তবে, প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রায় দুই হাজার মানুষ সেখানে উপস্থিত হন, যার ফলে সবাইকে মাছ দিতে না পারায় অসন্তোষ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রায়হান জামিল পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন এবং স্থানীয়ভাবে ক্ষমা চেয়ে স্থান ত্যাগ করেন। পরে তিনি ভাসানচর ইউনিয়ন এলাকায় চলে যান এবং সেখান থেকে স্থানীয়দের সহায়তায় নিরাপদে সরে যান।

জানা গেছে, রায়হান জামিল ফরিদপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করেন। এর আগে তিনি দুই টাকা কেজি দরে চাল বিতরণ করেছিলেন।

রায়হান জামিল বলেন, “ইলিশ মাছ অনেকের নাগালের বাইরে। আমি চেয়েছিলাম ৬০০ জনকে ১০ টাকায় ইলিশ দিতে। কিন্তু হাজার হাজার মানুষ চলে আসায় সবাইকে দিতে পারিনি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, আগে থেকেই রায়হান জামিলকে সাবধান করা হয়েছিল। তিনি পুলিশের পরামর্শ না মেনে কর্মসূচি চালান, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।