ঢাকা | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫,১ অগ্রহায়ণ ১৪৩২

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: ছাত্রদলে পদত্যাগের হিড়িক

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদা না দেওয়ায় গত ৯ জুলাই সোহাগ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেন যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

শুক্রবার ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। এরপরই দলমত নির্বিশেষে ফুঁসে উঠে সারা দেশ।

এদিকে প্রতিবাদ জানিয়ে ঢাবি, বুয়েট, রাবি, চবি, জাবি ও জবিসহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এসব বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনতা অংশ নেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদলে নেতাকর্মীদের পদ পদত্যাগের হিড়িক পড়েছে। ‘ইতিবাচক রাজনীতি করতে এবং দলের শৃঙ্খলা রক্ষায় বিএনপি ব্যর্থ’- এমন অভিযোগ এনে বেশকিছু নেতাকর্মী পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা ছাত্রদলের নেতাকর্মীরা হলেন—জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সব কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সূর্যসেন হল ছাত্রদলের কর্মী মোহাম্মদ আবু সাঈদ।