আরবি নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাবিতে আনন্দ মিছিল সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে অনেক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
মিছিলে অংশ গ্রহণকারী একজন বলেন, এই র্যালির মাধ্যমে আমরা আরবি ও ইসলামী সংস্কৃতি মানুষের মাঝে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহাররম। এর মাধ্যমে শুরু হয় হিজরি নববর্ষ। এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ। ইসলামের পবিত্র চার মাসের একটি মুহাররম। একে আল্লাহর মাসও বলা হয়।
এই মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো আশুরার রোজা। ইসলাম এবং ইসলামপূর্ব সময় থেকেই আশুরা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। আশুরায় আল্লাহ তায়ালা পূর্ববর্তী অনেক নবীকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন। এই দিনে মহানবী (সা.) এর নাতি হুসাইন (রা.) শাহাদাত বরণ করেছেন।
এই মাসে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) মুহাররমের ১০ তারিখ রোজা রেখেছিলেন। এর সঙ্গে আগে ও পরের একদিন মিলিয়ে দুইদিন রোজ রাখতেন।