এবারের ঈদুল আজহায় হাসান মতিউর রহমানের কথা ও সুরে দোয়েল মাল্টিমিডিয়ার ব্যানারে “প্রেমের বাত্তি জ্বালাইয়া আমারে ফালাইয়া” গানটি নিয়ে আসছেন “প্রাণগীত প্রাকৃতজন” গানের দল। গানটিতে কন্ঠ দিয়েছেন, কাজী বনফুল এবং সহশিল্পী হিসেবে কন্ঠ দিয়েছেন কাদের ফকির, কাজী মাসুদ, রানা মোল্লা, রাব্বি রাজ, কাজী শামীম, রাব্বানী প্রমুখ এবং ঢোলক রহমান বয়াতি।
গানটির চিত্রগ্রাহক : কাজী আওসাফ রেজা।
গানটিতে অভিনয় করেছেন, সোহেল, কাজল ও তরু।

গানটি সম্পর্কে কাজী বনফুল বলেন, গানটি হাসান মতিউর রহমানের বিখ্যাত একটি গান যা আমরা গ্রামীণ পরিবেশে একটু ভিন্নতা সমেত করতে চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে।