চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তসংলগ্ন ভারতের ভেতরে দুইটি নতুন বাঙ্কার নির্মাণ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২০১/১৩-এস থেকে প্রায় ৫০০ গজ এবং ২০১/১৭-আর থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে বাঙ্কার দুটি তৈরি করা হয়েছে। এই নির্মাণ হয়েছে ১২ মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতায়, যা চরধরমপুর বিওপির বিপরীতে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য সাদিকুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর এলাকার মসজিদে সীমান্তে যাতায়াত না করতে স্থানীয়দের অনুরোধ করেছে বিজিবি। তবে বাঙ্কার নির্মাণ বিষয়ে সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি। কারণ, সীমান্তে কোনো সাম্প্রতিক উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চরধরমপুর বিওপির নায়েবে সুবেদার আশরাফুল ইসলাম বলেন, “শুক্রবার বিএসএফ ভারতের ভেতরে বালুর বস্তা দিয়ে দুইটি বাঙ্কার নির্মাণ করেছে। তবে এতে সীমান্তে কোনো ধরনের উত্তেজনা নেই। দুই বাহিনীর মধ্যেও সম্পর্ক স্বাভাবিক রয়েছে।” তিনি আরও জানান, ভারতের সীমান্তবর্তী চরাঞ্চলে স্থানীয়রা গবাদি পশু চরাতে গিয়ে মাঝে মাঝে সীমান্তের কাছে চলে আসেন, তাই সতর্কতামূলকভাবে তাঁদের নিরুৎসাহিত করা হয়েছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “বিএসএফ তাদের নিজ সীমান্তের মধ্যে বাঙ্কার নির্মাণ করেছে, যেটি আন্তর্জাতিক সীমান্তের দেড়-দুই শ গজ ভেতরে পড়ে। এই ধরনের নির্মাণ উভয় দেশই নিজেদের নিরাপত্তার জন্য করে থাকে। ফলে এ নিয়ে বিশেষ কিছু বলার নেই।” তিনি জানান, বর্তমানে পুরো সীমান্ত এলাকা শান্তিপূর্ণ এবং নিয়মিত নজরদারির আওতায় আছে।
সীমান্তের নিরাপত্তা নিয়ে এখনই কোনো উদ্বেগের কারণ না থাকলেও, স্থানীয়রা চাইছেন এমন কর্মকাণ্ড সম্পর্কে আগে থেকেই জানাতে যেন উভয় দেশের সীমান্ত বাহিনী আরো স্বচ্ছতা বজায় রাখে।