নাহিদ ইসলাম আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। রোববার নাম প্রকাশ নাকরার শর্তে স্টুডেন্ট জার্নালকে এমনটাই নিশ্চিত করেছেন জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখা এক উপদেষ্টা।
তিনি বলেন, এখানে শীর্ষপদ নিয়ে অনেক প্রতিযোগীতা আছে। অনেকেই চাইতে পারেন, অনেক যোগ্য নেতৃত্ব আছেন। তবে নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বেই দল আত্মপ্রকাশ করবে বলে তিনি নিশ্চিত করেন।
দলের শীর্ষ অন্যান্য পদে বাকিরা থাকবেন বলে তিনি জানান। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য ছাত্রদের নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের বিষয়ে সবার মতৈক্য থাকলেও সদস্য সচিব পদ নিয়ে বিভাজন দেখা যায় জাতীয় নাগরিক কমিটিতে।