নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে ভিপি নুরুল হক নুর ও ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের দুই গ্রুপ।
সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুই গ্রুপের নেতারা। সময়ের প্রয়োজনে তারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে জানান।
এ বিষয়ে ফারুক হাসান জানান, গণ অধিকার পরিষদের দু’গ্রুপ ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা আবারও পূর্বের মত একসঙ্গে কাজ করবো।
মুহাম্মদ রাশেদ খান বলেন, সময়ের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আবার একসঙ্গে কাজ করবো।
এর আগে ২০২৩ সালে তিন জন নেতাকে অব্যাহতির ঘটনায় দলের কর্তৃত্ব নিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরের মধ্যে দ্বন্দ্ব ও মতবিরোধ পাল্টাপাল্টি অব্যাহতির ঘটনায় কার্যত ভেঙে গিয়েছিল গণ অধিকার পরিষদ।