দ্বিতীয় বারের মত বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হুয়ান লাপোর্তা। ৫৪ শতাংশ ভোট পেয়ে বার্সার সভাপতির চেয়ারে বসেন লাপোর্তা। নিকটতম প্রতিদ্বন্দি ভিক্টর ফন্ট পেয়েছেন ত্রিশ শতাংশ ভোট। এক লাখ নয় হাজার পাঁচশো একত্রিশ ভোটারের মধ্যে ভোট পড়ে পঞ্চান্ন হাজার ছয়শো এগারোটি। ভোটাধিকার প্রয়োগ করেন লিওনেল মেসিও।
২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রথম দফায় সভাপতির দায়িত্ব পালন করেন হওয়ান লাপোর্তা। নিয়োগ দেন গার্দিওলাকে। এছাড়াও ক্লাব লেজেন্ড রোনালদিনহো, এতো এমনকী মেসি তার সময়ে দ্যুতি ছড়ায়।
এ সময়ে দু চ্যাম্পিয়ন্স লিগ ও চার লা লিগা শিরোপা ঘরে তোলে কাতালান জায়ান্টরা। গেল জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কবলে তা পিছিয়ে যায়।