করোনা মহামারিতে পবিত্র মাহে রমজানে টানা ১৫ দিন সাড়ে চার হাজার মুসলমানকে ইফতার করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
জানা যায়, দ্বিতীয় রমজান থেকেই নিজ এলাকা ময়মনসিংহের গৌরিপুরে রিকশাচালক, দিনমজুর, হতদরিদ্র খেটে খাওয়া মুসলমানদের মাঝে এ কর্মসূচি পালন করছেন তিনি। প্রতিদিনের ইফতার সামগ্রীর মধ্যে থাকছে- সবজি খিচুড়ি, মুরগির মাংস, খেজুর।
মুসলিমদের মাঝে ইফতার বিতরণ সম্পর্কে সনজিত চন্দ্র দাস স্টুডেন্ট জার্নালকে বলেন, বৈশ্বিক এ মহামারিতে পবিত্র রমজান মাসে কর্মহীন মুসলিমরা ইফতার করতে হিমশিম খাচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। প্রতিদিন ৩০০ বা তার বেশি মুসলিমকে মুসজিদ ও ভ্রাম্যমাণ ইফতার সামগ্রী বিতরণ করছি। সকলের সহযোগিতায় ভালোভাবে এ কার্যক্রম চলছে।
কাদের সহযোগিতায় তিনি এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে ঢাবি ছাত্রলীগ সভাপতি জানান, আমার এলাকার সকল শ্রেণীর মানুষ, বন্ধুরা এবং কিছু বড় ভাইয়ের সহযোগিতার কারণে এমন কার্যক্রম চলমান রাখতে পারছি। সামনের দিনগুলোতেও সকলের সহযোগিতা একান্ত কাম্য।
মুসলমানদের মাঝে এ ইফতার বিতরণ কর্মসূচি পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে বলেও জানান তিনি।