মানিক মিয়া এভিনিউয়ে কন্টেইনারে গায়ে আঁকা দৃশ্য দেখতে আসেন সব বয়স ও শ্রেণি-পেশার মানুষ৷বর্ষাকাল কেমন করে হাজির হন সেই চিত্রএ যেন বসন্ত!বৃষ্টি নামছে; রিকশায় হুট তুলে, গায়ে পলিথিন মুড়িয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তিমানিক মিয়া এভিনিউয়ে এই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত ছিল৷