ঢাকা | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫,৩ মাঘ ১৪৩১

ফিরছেন প্যাট কামিন্স, ছুটিতে হেড-মার্শ

কথা ছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পূর্ণাঙ্গ মনোযোগ দিতে মাঝে আর ক্রিকেটই খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দীর্ঘদিন ধরেই মর্যাদার বোর্ডার-গাভাস্কার সিরিজটা হাতে পাচ্ছে না অজিরা। নিজেদের মাঠে এবারে সেই সিরিজটা ফিরে পেতে মরিয়া তারা। নভেম্বরের সেই সিরিজকে সামনে রেখে এরইমাঝে কথার লড়াইতেও নেমেছেন অজি তারকারা।

সেই মর্যাদার সিরিজের কারণেই অবশ্য নিজের ছুটি শেষ করছেন কামিন্স। নভেম্বরের ৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ককে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই তিন ওয়ানডে দিয়েই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে চান বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তবে একই স্কোয়াডে থাকা হচ্ছে না বিশ্বকাপের আর দুই তারকা ট্রাভিস হেড এবং মিচেল মার্শের।

এই সিরিজের সময়েই বাবা হতে চলছেন দুজনেই। হেড-মার্শরা পিতৃত্বকালীন ছুটিতে থাকায় সুযোগ পাচ্ছেন দুই তরুণ ক্রিকেটার। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ম্যাথু শর্টের সামনে সুযোগ টপ অর্ডারে নিজেদের প্রমাণ করার। এর বাইরে এই সিরিজে খেলা হচ্ছে না অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। অস্ত্রোপচারের কারণে লম্বা সময় অজিদের হয়ে মাঠে নামা হবে না এই অলরাউন্ডারের। আবার ইনজুরি কাটিয়ে দলে আসছেন পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।