ঢাকা | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫,৩ মাঘ ১৪৩১

উপদেষ্টা নাহিদ / গণহত্যায় সমর্থন করা সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল এবং গণহত্যায় সমর্থন করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার (১৩ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহতদের অনুদানের চেক হস্তান্তর শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

উপদেষ্টা নাহিদ বলেন, সাংবাদিকদের মধ্যে যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, উস্কানিদাতা ছিল এবং গণহত্যার সমর্থন করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। তবে অন্যায়ভাবে কারও বিরুদ্ধে মামলা হলে সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্যায়ভাবে কারও বিরুদ্ধে কোনো মামলা করা হলে, তা খতিয়ে দেখতে তথ্য মন্ত্রণালয়ে কমিটি গঠন করে দেয়া হয়েছে। যদি কোনো সাংবাদিক বা তার পরিবার মনে করে যে মামলার মাধ্যমে ভোগান্তির শিকার হচ্ছেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের সহযোগিতা করব।