মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সরকারকে। অপরদিকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ ঘণ্টার সময় চেয়েছে। শিক্ষকদের আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক অবস্থান করছেন এমপিওভুক্ত হাজার-হাজার শিক্ষক। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছিলেন, ২০ শতাংশ মানে ২০ শতাংশই। স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা এক শতাংশও ছাড় দেবো না। যদি উল্টাপাল্টা সিদ্ধান্ত নেন, এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।
আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে উল্লেখ করে তিনি বলেন, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। দুই মন্ত্রণালয় আজ মিটিংয়ে বসছে। অথচ বলেছিলেন, অর্থ উপদেষ্টা ও সচিব দেশে না ফিরলে ব্যবস্থা নেওয়া যাবে না।






