এমপিওভুক্ত শিক্ষকদের দাবি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাই তিনি সচিবালয় অভিমুখে লং মার্চ না করার জন্য শিক্ষকদের আহ্বান করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে মোবাইল ফোনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে এ তথ্য জানান।
হাসনাত আবদুল্লাহর সঙ্গে কথা বলার পর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, এখন ‘লং মার্চ টু সচিবালয়’ হচ্ছে না। আমরা অপেক্ষায় আছি মন্ত্রণালয় থেকে কি ঘোষণা আসে। এরপর আমাদের সিদ্ধান্তের কথা জানাবো।
এদিকে শহীদ মিনারে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি। এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শহীদ মিনারে এসে জড়ো হচ্ছেন তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে আজ দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন তারা।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টরা সভায় বসেছেন। এতে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি। অনেক হিসেবও করা হচ্ছে। আশা করছি, দ্রুত শিক্ষকদের সুখবর দেওয়া সম্ভব হবে।
অর্থ উপদেষ্টা এবং সচিব দেশে নেই। এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে এ কর্মকর্তা আরও বলেন, শিক্ষা উপদেষ্টা নিয়মিত অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন। ফলে তারা দেশে না থাকলেও সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না। শিক্ষকরা হয়তো মঙ্গলবার (১৪ অক্টোবর) সুখবর পাবেন।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। দুই মন্ত্রণালয় আজ মিটিংয়ে বসছে।






