দেশের নানা প্রান্তের মতো নড়াইলেও করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম চলছে। চলতি সপ্তাহে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা কার্যক্রমের উদ্ধোধনও করেছেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নিজের ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দিয়েছেন।
পাঠকদের সুবিধার্থে মাশরাফির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ
বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে সম্ভবত প্রথম ২৩টি দেশে করোনা মহামারির টিকা দেয়া হচ্ছে। আমার দেশ, আপনার দেশ, আমাদের দেশ এই প্রিয় জন্মভূমি (বাংলাদেশ) ২৩টি দেশের মধ্যে অন্যতম।
আল্লাহর অশেষ রহমতে এই টিকা দিতে কারও কোনও বিড়াম্বনায় পড়তে হচ্ছেনা বা নেয়ার পর এখনও কোন সমস্যাও হয়নি ইনশাল্লাহ।
যদি ভুল না বলি এই করোনা মহামারীকে অনেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। এই অবস্থায়, সব রাজনীতির উর্ধ্বে গিয়ে নিজেকে ভাগ্যবান বা একজন গর্বিত বাঙালি ভাবতে পারেন কিনা ভেবে দেখতে পারেন।
আমি অবশ্যই একজন গর্বিত বাঙালি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।