ওয়েস্ট ইন্ডিজের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি কাইরন পোলার্ড এবং ডুয়াইন ব্রাভো। তবে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে আকস্মিকভাবে তাদেরকে দলে রাখা হয়েছে।
দীর্ঘদিন দলে অনিয়মিত হয়ে পড়ায় প্রথমে তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। আর রিজার্ভ বেঞ্চে জায়গা হয়েছে ব্রাভো ও পোলার্ডের।
বিবৃতিতে প্রধান নির্বাচক রবার্ট হেইন্স বলেন, আমাদের মূল ভিতগুলো পূরণ করতেই তাদের রিজার্ভ লিস্টে রাখা হয়েছে। যদি কোনো বদল করার প্রয়োজন পড়ে তবে খেলোয়াড়দের ভাণ্ডারে ভারসাম্য রাখতেই এভাবে দল গঠন করা হয়েছে।
আজ থেকে শুরু হয়ে বিশ্বকাপ উপলক্ষে ক্যারিবীয়রা অনুশীলন। সাউদাম্পটনে এ অনুশীলন চলবে ২৩ মে পর্যন্ত।
ওয়েস্ট ইন্ডিজের দশ জনের রিজার্ভ বেঞ্চ:
সুনিল আম্ব্রিস, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জনাথন কার্টার, রোস্টন চেজ, শেন ডাওরিচ, কিমো পল, খ্যারি পিয়েরে, রেইমন রেইফার ও কিয়েরন পোলার্ড।