চোট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন ওপেনার তামিম ইকবাল। কিন্তু চোট পেয়ে ব্যক্তিগত ২ রান করে মাঠ ছাড়েন এই দেশ সেরা ওপেনার। অবস্থা পর্যবেক্ষনের জন্য সরাসরি হাসপাতালে নেয়া হয় তামিমকে। সেখানে তার হাতের এক্সরে করা হয়। এরপর জানা যায় এশিয়া কাপে আর খেলা হচ্ছে না তামিমের।
ম্যাচের দ্বিতীয় ওভারেই চোট নিয়ে মাঠ ছাড়েন তামিম। সুরাঙ্গা লাকমলের বাউন্সের পুল করতে চেয়েছিলেন তামিম। বল লাগে তার গ্লাভসে। মুখে ফুটে ওঠে যন্ত্রণার ছাপ। ছুটে আসেন ফিজিও। একটু পর ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
এশিয়া কাপ শুরুর আগে চোট নিইয়ে শঙ্কা ছিল সাকিব আল হাসানকে নিয়েও। অনুশীলনে চোটে পড়েছিলেন নাজমুল হাসান শান্তও। আজ সকালে জানা যায় পুরনো ইনজুরির ব্যথা দেখা দিয়েছিল মুশফিকুর রহিমেরও।